আবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার ধোবারুর কাছে মারুতি ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ২ জনের। স্থানীয় সুত্রে জানা গেছে রবিবার কাকভোরে বীরভূমের পাথরচাপুড়ির দাতাবাবার মাজার থেকে একটি মারুতি ভ্যানে করে ফিরছিলেন বর্ধমানের সমুদ্রগড়ের ৯ জন বাসিন্দা। কাঁকসার ধোবারুর কাছে মারুতি ভ্যানটির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃত ও আহতদের উদ্ধার করে। পুলিশ আহত ৩ জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা বলে অনুমান। ট্রাকের চালক ও খালাসি পলাতক। পুলিশ দু’টি গাড়িকেই আটক করেছে। অন্যদিকে সমুদ্রগড়ে এই দুর্ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। দুর্ঘটনায় মৃতরা হলেন জাকির সেখ, আব্দুল আলিম সেখ, আলিমুদ্দিন সেখ, মারফত শেখ, সুকুর আলি, সাহিদ শেখ, সইদুল সেখ, কাবুল শেখ। রবিবার বিকেলে মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা সভাধিপতি দেবু টুডু সমুদ্রগড়ে যান এবং দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবার পরিজনেদের পাশে দাঁড়ান। তাঁদের সাহায্যের আশ্বাস দেন।