দিদিমাকে খুন করে শেষ রক্ষা হল না নাতির। পুলিশের হাতে শেষমেষ পাণ্ডবেশ্বর থেকেই ধরা পড়ল গুণধর নাতি কামরুল। বুধবার দুর্গাপুর আদালতে কামরুলকে তুললে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। গত ৮ মার্চ পাণ্ডবেশ্বরের নবগ্রামে সম্পতি বিবাদের জেরে নাতি কামরুল দাদু ও দিদাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। দাদু গুরুতর আহত হলেও দিদা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এত দিন কামরুলকে খুঁজছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বর থেকে পুলিশ কামরুলকে গ্রেফতার করে।
Like Us On Facebook