পুরুলিয়ার নিখোঁজ বিজেপি কর্মী তথা সাতুড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সৌমেন মন্ডলকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাত থেকে কোনভাবে মুক্ত হতে ‌সৌমেনবাবু দৌড়ে পানাগড় সেনা ছাউনিতে ঢুকে পড়েন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। এই ঘটনার পর পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা পানাগড় সেনা ছাউনির সামনে চলে আসেন। এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ‌প্রয়োজনীয় প্রমাণ পত্র দেখিয়ে সৌমেনবাবুকে উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার।

পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পঞ্চায়েত নির্বাচনের সময় পুরুলিয়াকে বিরোধীশূন্য করার হুমকি দিয়েছিলেন। অথচ বিপুল ভোটে পুরুলিয়ার মানুষের সমর্থন পায় বিজেপি। এরপর থেকেই বিজেপি যাতে পুরুলিয়ায় কোন ভাবেই বোর্ড গঠন করতে না পারে তার জন্য সবরকম চেষ্টা করে যাচ্ছে শাসকদল। বিজেপির বিজয়ী প্রার্থী সৌমেন মন্ডলকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ২৫ তারিখে পুরুলিয়া থেকে অপহরণ করে। লক্ষণবাবু আরও বলেন, ‘সৌমেনের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে। ২৬ তারিখে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ‌সৌমেনকে গাড়িতে করে কলকাতা পাচার করছিল। দুষ্কৃতীরা ‌সৌমেনকে নিয়ে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পানাগড় সেনা ছাউনি পার হওয়ার মুখে সৌমেন প্রস্রাব যাবার নাম করে দৌড়ে পানাগড় সেনা ছাউনিতে ঢুকে পড়ে।’ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন।


Like Us On Facebook