মঙ্গলবার আসানসোল হেড পোস্ট অফিসে আধার এনরোলমেন্ট ও আপডেট সার্ভিস সেন্টারের উদ্বোধন হল। উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ সহ অন্যান্যরা।
জানা গেছে, কলকাতার বাইরে এটিই প্রথম পোস্ট অফিসে আধার কেন্দ্র। এই পোস্ট অফিসের অধীন ৫১টি পোস্ট অফিসে খুব শীঘ্রই আধার পরিষেবা চালু করা হবে। এর ফলে গ্রামের মানুষরা পোস্ট অফিসে গিয়েই আধার কার্ড তৈরি করাতে পারবেন। পোস্ট অফিসে গিয়ে বিনামূল্যেই মানুষ আধার কার্ড তৈরি করাতে পারবেন। যদিও আধার কার্ডে কোন সংশোধনের জন্য সামান্য কিছু মূল্য ধার্য করা হবে।
Like Us On Facebook