মঙ্গলবার বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে মূখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মদন মিত্র। এদিনের সভায় মদন মিত্র ছাড়াও সংগঠনের রাজ্য সভাপতি অরিজীৎ দত্ত, জেলা সভাপতি চিত্ত সিংহরায় সহ জেলার একাধিক প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
সিবিআই প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘ওরা আমাকে কালকে ডেকেছে, আমি যাব, কিছুই না একটা এজেন্সী ডেকেছে, আমি যাব যা জানতে চাইবে জানাব। আমাদের দলের তো অনেককেই ডেকেছে। সৌগত রায়ের মতো লোককেও ডেকেছে। প্রতিহিংসার রাজনীতি চলছে, এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষে ছিল না। তবে এর মাঝেও বিজেপি থেকেই লোকজন তৃণমূলে এসেছে তৃনমূল থেকে কেউ বিজেপিতে যায়নি। আর কোর কমিটির বেঠকে তো মমতা ব্যানার্জী বলে দিয়েছেন তৃনমূলে যাদের নিশ্বাস নিতে অসুবিধে হচ্ছে তারা বেড়িয়ে যান আমাদের আবাহনও নেই, বিসর্জনও নেই। তাই দিদি আমাকে যে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন জায়গায় ঘোরার ও তৃণমূল ভবনে বসার আমি সেই কাজই করছি।’