মঙ্গলবার বর্ধমানের টাউন হলে শুরু হল ‘প্রাক পূজা বস্ত্রমেলা’। পূর্ব বর্ধমান জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ এবং বৈকুন্ঠপুর ১ সূর্যমুখী সংঘের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই বস্ত্রমেলা। প্রায় ৩৩ টি স্টল নিয়ে শুরু হওয়া এই মেলাটি চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। পুজার আগে বিভিন্ন স্বনির্ভরগোষ্ঠীর দ্বারা উৎপাদিত বস্ত্র ও পণ্য গুলির বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যেই এই মেলা বলে জানিয়েছেন জেলা গ্রামীণ উন্নয়ন আধিকারিক শুভাশীষ বেজ। এদিন মেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘স্বনির্ভর গোষ্ঠীর নামে লোন নিয়ে সেই টাকা যথাযথভাবে গোষ্ঠীর উন্নতিতে কাজে লাগান। এতে নিজেদের কাজের মান ও পরিবারের সম্মান বৃদ্ধি পাবে।’

Like Us On Facebook