রিক্সা উল্টে হাইড্রেনে পড়ে গিয়ে তলিয়ে গেল তিন বছরের শিশু। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরসভার অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডের হটন রোড মোহন গলিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে মহম্মদ আলমগীর সপরিবারে রিক্সায় চেপে যাচ্ছিলেন। হটন রোডের মোহন গলি দিয়ে যাওয়ার সময় তাঁদের রিক্সাটি হঠাৎ উল্টে পাশের খোলা হাইড্রেনে পড়ে যায়। ড্রেনে পড়ে গেলে তাঁদের তিন বছরের শিশুকন্যা নাজ ড্রেনে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাওয়া যায় নি। এদিকে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেন। স্থানীয় মনুষজনের অভিযোগ, হাইড্রেনটি খোলা অবস্থায় থাকায় এবং সংস্কার না হওয়াতেই এই বিপত্তি।
Like Us On Facebook