বাড়িতে এসে গল্পের ছলে বন্ধুকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ৷ আক্রান্ত বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত সাঁতা অঞ্চলের৷ বিকাশ সোম মাঝি ও চিরঞ্জীত ব্যনার্জী দুই জনেই ছোটো বেলার বন্ধু৷ দশম শ্রেণি পর্যন্ত একই স্কুলে পড়াশুনা করেছে। এলাকায় মেধাবী ছাত্র হিসাবে পরিচিত চিরঞ্জিত বর্তমানে বি কম পাঠরত৷ বিকাশ পলিটেকনিক কলেজের ছাত্র৷ মঙ্গলবার রাত্রি নটা নাগাদ চিরঞ্জিতের বাড়িতে গিয়ে গল্পের ছলে হঠাৎ-ই বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বিকাশ৷ আক্রান্ত অবস্থায় চিরঞ্জিত চিৎকার করলে বিকাশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিকাশকে ধরে ফেলে। চিরঞ্জিতকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ হীরাপুর থানার পুলিশ বিকাশকে গ্রেফতার করে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে৷
Like Us On Facebook