ঝাড়খণ্ড থেকে বন্ধুদের সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটতে মাইথন বেড়াতে এসে জলে তলিয়ে গেলেন ব্যাঙ্ক ম্যানেজার। ছুটির দিন থাকায় ১৫ আগস্ট মাইথনে প্রচুর পর্যটক উপস্থিত হয়েছিলেন। পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী মাইথন ড্যামে মঙ্গলবার বেড়াতে আসেন ধানবাদ জেলার নিরসার বাসিন্দা তথা একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার হরজিত সিং (৩৫) ও তাঁর চার বন্ধু। মঙ্গলবার বিকল ৫টা ৩০ মিনিট নাগাদ পাঁচ বন্ধু নৌকায় চেপে ড্যামের জলে নৌকাবিহারে যান। ড্যামের জলে নৌকায় ঘুরতে ঘুরতে হঠাৎই হরজিৎ জলে পড়ে যান। সঙ্গে সঙ্গে হরজিতের বন্ধুরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে আশ পাশ থেকে কয়েকটি নৌকা এগিয়ে যায়। নৌকার মাঝিরা খোঁজাখুঁজি করেও হরজিতের কোন হদিস পাননি।
খবর পেয়ে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ সহ এসডিও ও বিধায়ক অরূপ চ্যাটার্জী উপস্থিত হন। ডুবুরি নামিয়ে ড্যামের জলে তল্লাশি চালান হয় কিন্তু সন্ধ্যা নেমে আসায় তল্লাশি বন্ধ করতে বাধ্য হন ডুবুরিরা। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দিলে বুধবার দুপুরে এনডিআরএফ-এর একটি দল মাইথনে এসে তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত দেহের কোন হদিস মেলেনি। জানা গেছে রাঁচি থেকে আরও একটি এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে আসছে পুনরায় তল্লাশির জন্য।