সকাল সকাল ভোট দিন। নিজের ভোট নিজে দিন। এই গান গেয়েই পৌর নির্বাচনের অশান্ত আবহে মানুষকে সচেতন করতে দুর্গাপুরেও হাজির বিশিষ্ট বাউল শিল্পী স্বপন দত্ত। তিনি স্বপন বাউল হিসেবেই অধিক পরিচিত। পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড়-এ বাড়ি। দেশ-বিদেশ ঘুরে বাউল গানের মাধ্যমে সমাজ সংস্কার ও সকলকে সচেতন করাই স্বপন বাউলের নেশা। নিজের উদ্যোগে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মানুষকে সচেতন করেন স্বপন বাউল। এর জন্য অনেক দেশ বিদেশের সম্মানও কপালে জুটেছে। শুধু ভোট নয় কুসংস্কারের বিরুদ্ধেও মানুষকে সচেতন করতে স্বপন বাউল তাঁর গানের ঝুলি নিয়ে বিভিন্ন জায়গায় হাজির হয়েছেন কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য। দুর্গাপুরে ভোট গ্রহণের ঠিক আগেই উত্তপ্ত ভোটের আবহে স্বপন বাউল হাজির তাঁর গানের ডালি নিয়ে। কয়েকদিন ধরেই দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে বাউল গান গেয়ে মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য উৎসাহ দিচ্ছেন স্বপন বাউল। রাত পোহালেই পুরভোট। ভোট কর্মীদের ইভিএম নিয়ে ব্যস্ততা। পুলিশের ছড়াছড়ি ও চাপা উত্তেজনার মধ্যে দুর্গাপুরের মানুষও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন স্বপন বাউলের বাউল গান।
Like Us On Facebook