তৃণমূল কংগ্রেস এমন এক দল যেখানে কর্মীদের প্রয়োজনে কাজে লাগানো হয় এবং প্রয়োজন ফুরোলেই ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাকে। দুর্গাপুরের ডিপিএল-এ বুধবার দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভায় একথা বলেন সিপিএমের সাংসদ মহম্মদ সেলিম। মহম্মদ সেলিম এদিন দুর্গাপুরের সদ্য প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জীকে উদাহরণ দিয়ে সভায় উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন মেয়র অপূর্ব মুখার্জী কেন দলের টিকিট পেলেন না? কারণ কাজে লাগানোর পর প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় তৃণমূল দল তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মদন মিত্র ও মুকুল রায়ের নাম টেনে উদাহরণ দিয়ে তৃনমুল কংগ্রেসের নীতির কড়া সমালোচনা করেন সিপিএম সাংসদ। এদিন নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী উভয়কেই কড়া আক্রমণ করেন সিপিএম সাংসদ এবং চলতি বিভিন্ন ইস্যুগুলি তুলে ধরেন। দুর্গাপুরে পৌর নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী ও কর্মীদের প্রচার করতে বাধা সহ দলীয় প্রার্থীর বাড়িতে বোমাবাজি ও বহিরাগতদের সন্ত্রাস সৃষ্টি প্রসঙ্গে বাম কর্মীদের একজোট হয়ে সর্বত্র প্রতিরোধ করার আহ্বান করেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। এদিন নির্বাচনী মিছিলেও দলীয় প্রার্থী ও বর্ধমান জেলার নেতৃত্বের সঙ্গে পা মেলান সিপিএম সাংসদ। এক সময় সেই মিছিল দলীয় কর্মীদের দলে দলে যোগদানে মহা মিছিলের রূপ পায়।

 

Like Us On Facebook