চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রীর পা কাটা পড়ল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সীতারামপুর স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উখড়ার বাসিন্দা গঙ্গারাম তুরী ও তাঁর ভাই সুদামা তুরী অণ্ডাল-জোসিডি আপ ট্রনে জামতাড়া যাচ্ছিলেন। পথে সীতারামপুর স্টেশনে ট্রেন থামলে গঙ্গারামবাবু ৫ নম্বর প্ল্যাটফর্মের স্টলে চা খেতে নামেন। সেই সময় হঠাৎ ট্রেন চলতে শুরু করলে তিনি তাড়াতাড়ি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে যান এবং ডান পা কাটা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
Like Us On Facebook