রবিবার বর্ধমানের কাঞ্চননগর রথতলা প্রভাত প্রগতি সংঘের মাল্টিজিমের উদ্বোধন করলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় ২৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হয়েছে এই জিম। মাল্টিজিমের উদ্বোধন উপলক্ষে রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মমতাজ সংঘমিতা, সভাধিপতি দেবু টুডু, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমানের পৌরপতি স্বরূপ দত্ত, আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘সমালোচকরা সমালোচনা করবে আর তৃণমূল করবে উন্নয়ন। তৃণমূল কি উন্নয়ন করলো তা সিপিএম বুঝবে একশো বছর পর। বিজেপি বুঝবে দুশো বছর পর। কংগ্রেস কোনোদিনও বুঝতেই পারবে না।’ স্থানীয় ওয়র্ডের কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল খোকন দাস বলেন, ‘রথতলা সহ স্থানীয় মানুষজন শরীর চর্চার জন্য এই জিম ব্যবহার করতে পারবেন মাসিক মাত্র ৫০ টাকায়।’
Like Us On Facebook