বাল্য বিবাহ রোধ সহ ছাত্রছাত্রীদের সামাজিক কল্যাণকর কাজে এগিয়ে নিয়ে যেতে মঙ্গলবারই পূর্ব বর্ধমান জেলায় চালু হয়েছে উত্তরণ প্রকল্প। আর বুধবার পূর্ব বর্ধমান জেলার সদর উত্তর ও দক্ষিণ মহকুমার প্রায় ৫০০ হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের ৩ জন করে সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হল কন্যাশ্রী ক্লাবের ওপর আগ্রহ তথা ঝোঁক বাড়াতে বিশেষ সভা। সংস্কৃতি লোকমঞ্চে এই সভায় হাজির ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী, সদর উত্তর মহকুমা শাসক মুফতি শামিম সওকত, সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলে, জেলা শিশু সুরক্ষা প্রকল্পাধিকারিক সুদেষ্ণা মুখার্জ্জী প্রমুখ। হাজির ছিলেন ৫০০টি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। বক্তব্য রাখতে গিয়ে এদিন অতিরিক্ত জেলাশাসক রত্নেশ্বর রায় বলেন, প্রতিদিনই কাগজ খুললেই দেখতে পাওয়া যাচ্ছে নাবালিকা বিয়ের খবর কিংবা ডাইনি অপবাদে অত্যাচারের খবর। কিন্তু এই ধরণের ঘটনাগুলোর বিষয়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের বিরাট ভূমিকা রয়েছে। তাঁরা আগাম এই ধরণের ঘটনার খবর পেলেই প্রশাসনকে জানাক। একা নয়, ক্লাবের একাধিক সদস্য একসঙ্গে এই সমস্ত ঘটনায় প্রতিরোধ তৈরি করুক। তাহলেই সমাজ থেকে এই ধরণের ঘটনা দূর হবে।
Like Us On Facebook