পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল নগর নিগমের উদ্যোগে শনিবার নেশামুক্ত সমাজ গড়তে মাদক বিরোধী মিছিলের আয়োজন করা হয়। এদিন কুলটি কলেজ মোড় থেকে রানিতলা পর্যন্ত এক বিশাল মাদক বিরোধী মিছিল বের হয়। এদিনের মিছিলে আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ কাউন্সিলররা, স্থানীয় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী, বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা সহ বিভিন্ন স্তরের মানুষজনও সামিল হন। মাদক বিরোধী শ্লোগান লেখা ব্যানার-পোস্টার সহ বর্ণাঢ্য এই মিছিলের মাধ্যমে আসানসোল নগর নিগম নেশামুক্ত যুব সমাজ গঠনের ডাক দিল।
Like Us On Facebook