অবশেষে নিরঞ্জনের দেহ মাইথন ড্যাম থেকে উদ্ধার হল। বুধবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় নৌকা চালকরা। দুপুরের দিকে উদ্ধারকারীরা জলের নীচে বোল্ডারে আটকে থাকা নিরঞ্জনের দেহটির সন্ধান পান। এরপর উদ্ধারকারীরা জলের নীচ থেকে দেহটি উদ্ধার করে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।
উল্লেখ্য, সোমবার বিকেলে ধানবাদের মুগমা থেকে ছয় যুবক মাইথন বেড়াতে এসে জলছাড়ার গেটের কাছে স্নান করতে নামে। ওই জায়গায় জলের গভীরতা অনেক বেশি হওয়ায় নিরঞ্জন সিংহ নামের এক যুবক তলিয়ে যায়। স্থানীয় নৌকা চালকদের দিয়ে তল্লাশি চালিয়েও মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি। ড্যামের ওই জায়গায় জলের নীচে প্রচুর বোল্ডার ও গর্ত থাকায় তল্লাশি করতে অসুবিধা হচ্ছিল।
Like Us On Facebook