অনলাইনে রেলের টিকিট কেটে রীতিমত প্রতারিত হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানে। আর এই ঘটনায় সাইবার ক্যাফেকে ব্যবহার করে অনলাইনে রেলের জাল টিকিট বিক্রির চক্র জড়িত বলে অভিযোগ প্রতারিতের। ঘটনার সূত্রপাত গত ২৯ মে। বর্ধমানের ভাতার থানার বামশোরের বাসিন্দা ফিরোজ ফৌজদার ও কাপশোরের বাসিন্দা সেখ সাইদুল বর্ধমানের তিনকোনিয়া বাস স্ট্যাণ্ডের একটি সাইবার ক্যাফে থেকে টিকিট কাটেন। ১ জুন সেখ সাইদুল চেন্নাই গামী ট্রেনে ওঠেন হাওড়া থেকে। খড়গপুরে ট্রেনের কর্তব্যরত রেলের টিকিট পরীক্ষক তার টিকিট দেখে জাল টিকিট বলে ট্রেন থেকে নামিয়ে দেয়।
এরপর ফিরোজ ফৌজদার সাইবার ক্যাফেতে কাটা তিনটি টিকিট ১ জুন বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টারে দেখালে তাঁকে বলা হয় আপনার পিএনআর নম্বর ঠিক নেই। অথচ ফিরোজের ৬ জুন বোলপুরের এক আত্মীয়কে নিয়ে চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। এরপর তাঁর সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত ভাবে জানাতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার অভিযোগ না নিয়ে তাঁকে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে ফিরিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেছেন। শেষে ফিরোজ ফৌজদার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলে নড়েচড়ে বসে বর্ধমান থানা। এই বিষয়ে ওই সাইবার ক্যাফের এক কর্মী জানান তাঁদের সঙ্গে গোটা বিষয়টির কোন সম্পর্ক নেই। কার্যত এই বিষয় নিয়ে তাঁরা কোনো কথাই বলতে চাননি। এব্যাপারে জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, একটি অভিযোগ এসেছে। এব্যাপারে উপযুক্ত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।