বুধবার বিজেপির আসানসোল পুরনিগম অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ ও আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন শহরের দু’প্রান্ত থেকে দুটি মিছিল বের করে পুরনিগমের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে বিজেপি কর্মীরা। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র নেতৃত্বে একটি মিছিল আশ্রম মোড় থেকে এবং বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের নেতৃত্বে আর একটি মিছিল বিএনআর মোড় থেকে পুরনিগমের সামনে পৌঁছায়। ১০ দফা দাবিতে এদিন বিজেপির পক্ষ থেকে আসানসোল পুরনিগমের সামনে বিক্ষোভ প্রডর্শন করা হয়। এদিন বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন দিলিপ ঘোষ। এই অভিযানের ফলে যান চলাচল ব্যাহত হয়। অভিযানকে ঘিরে ব্যাপক পুলিশি ব্যবস্থা করেছিল আসানসোল পুলিশ।
Like Us On Facebook