ডেঙ্গির প্রভাব রুখতে পূর্ব বর্ধমান জেলায় প্রথম গোটা জেলা জুড়ে সাফাই অভিযানে নামছে জেলা প্রশাসন। আগামী রবিবার সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত একযোগে গোটা জেলা জুড়ে একেবারে বাড়ি বাড়ি এই পরিচ্ছন্নতা ও পরিষ্কারের কর্মসূচী নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জেলাশাসক পুর্ণেন্দু মাজী জানিয়েছেন, এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘আগমনীর আহ্বান, পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান’। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা জুড়ে এই কর্মসূচী নেওয়া হয়েছে। এজন্য সরকারী কর্মচারী থেকে একেবারে প্রতিটি গৃহস্থকে এই কর্মসূচীতে সামিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, নাগরিকদের মধ্যে সচেতনতা ছাড়া কেবলমাত্র সরকারী ভাবে ডেঙ্গি প্রতিরোধ করা কঠিন ব্যাপার। তিনি জানিয়েছেন, প্রত্যেক নাগরিক যদি এব্যাপারে সচেতন হন, তাহলে শুধু ডেঙ্গিই নয়, যে কোন রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি জানিয়েছেন, ওই দিন প্রতিটি ব্যক্তি তাঁর বাড়ির ময়লা, আবর্জনাকে তাঁর নিজের পাড়ার একটি জায়গায় জমা করবেন। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই আবর্জনা পাড়া থেকে গ্রাম এবং সেখান থেকে ব্লকের সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্ট ইউনিটে পাঠানো হবে। শহরের ক্ষেত্রেও পাড়া থেকে ওয়ার্ড এবং ওয়ার্ড থেকে পুরসভার নিজস্ব ডাম্পিং ইউনিটে এই ময়লাকে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, জেলাশাসক এদিন জানিয়েছেন, আগামী রবিবার থেকে এই কর্মসূচী শুরু হলেও তাঁরা চাইছেন আগামী দিনে প্রতি মাসে এই কর্মসূচী রূপায়ণ করতে। আসন্ন দুর্গাপুজোর মুখে ডেঙ্গির প্রভাব আরও বাড়ার ইঙ্গিত রয়েছে স্বাস্থ্যদফতর সূত্রে। আর তাই দুর্গাপুজোর আগেই এব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও এই পুজোর অবকাশ কালে আরও এই ধরণের কর্মসূচী নেওয়া হবে। তিনি জানিয়েছেন, অনেক সময়ই বিভিন্ন দোকানের বর্জ্য পদার্থগুলি হয় রাস্তায় অথবা ড্রেনে ফেলা হয়। এর ফলে ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, এই কর্মসূচীর মাধ্যমে এব্যাপারে দোকানদারদের সতর্ক করা হবে। তারপরেও তাঁরা যদি সচেতন না হন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জরিমানা করা হবে। জেলাশাসক জানিয়েছেন, এই কর্মসূচী রূপায়ণে প্রশাসনের সমস্ত বিভাগ, ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক সকলকে যুক্ত করা হয়েছে। আগামী রবিবার এই প্রকল্পের জন্য শুক্র ও শনিবার প্রতিটি পাড়ায় পাড়ায় এব্যাপারে প্রচার চালানো হবে। এব্যাপারে প্রতিটি জনপ্রতিনিধিদের সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত আধিকারিকদেরও যুক্ত করা হয়েছে।