কুমির নিয়ে দিনভর চলল আতঙ্ক, অবশেষে প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর বনকর্মীদের জালে ধরা পড়লো প্রায় ১০ ফুট লম্বা সাক্ষাৎ যমদূত। বুধবার সকালে ভাগিরথী নদীতে কুমিরের দেখা পাওয়ার খবর রটতেই আতঙ্ক ছড়ায় কাটোয়া ২ ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। প্রায় ১০ ফুট লম্বা কুমিরটিকে দেখতে বিভিন্ন গ্রামের মানুষ ভিড় জমান। স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গেছে, এদিন সকালে কালিকাপুর ফেরিঘাট খুলতে গিয়ে এক ব্যক্তি কুমিরটিকে নদীর পাড়ের কাছাকাছি জায়গায় কাদার মধ্যে দেখতে পান। এর পরই চিৎকার চেঁচামেচিতে কুমিরটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটোয়া মহকুমা প্রশাসন ও বনদফতরের কর্মীরা। শুরু হয় কুমিরটিকে জালবন্দি করার কাজ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বনকর্মীরা দড়ি বেঁধে জালে ভরে বাঁশের খাঁচা তৈরি করে কুমিরটিকে ঝোপ থেকে জালবন্দি করেন। প্রায় ৭ ঘন্টা চেষ্টার পর বাগে আসে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের কুমিরটি। বন দফতরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন, উদ্ধার হওয়া কুমিরটির প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসকের মতামত জেনে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে।