শনিবার সকালে পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট ৫ জনের। বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের মিরছোবা এলাকায় এদিন কাকভোরে মৃত্যু হয় ৩ জনের। আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে মোটর ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। ভ্যানোতে চারজন ছিলেন। ঘটনাস্থলেই মারা যান ২ জন। পরে আহত আরও ২ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও একজনের। এদের প্রত্যেকের বাড়ি গলসির বড়দিঘি এলাকায়। এই দুর্ঘটনার পরেই প্রায় দু’ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী এবং স্থানীয় কাউন্সিলর রাসবিহারী হালদার। তাঁরা এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মর্গে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সেখ কিরণ, সেখ বাপি এবং সেখ রকি। এর মধ্যে সেখ রকি ও সেখ বাপি এরা দুই ভাই।
অপরদিকে, এই ঘটনার পর ১৯ নম্বর জাতীয় সড়কের তেলিপুকুর মোড় এলাকায় পথ দুর্ঘটনায় নিহত হন মা ও ছেলে। সদরঘাট রোডে ট্রাকের ধাক্কায় মারা যান মা বাগলি কিস্কু (৪০) এবং ছেলে অসীম কিস্কু (২৩)। তাঁদের বাড়ি জামালপুর থানার জামদো গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্কুটিতে মা ও ছেলে বর্ধমান আসার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পরও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।