মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের, ঘটনায় জখম ২। দুর্ঘটনার পরে রাস্তায় দেহ পড়ে থাকলেও পুলিশ আসতে দেরি করার অভিযোগে স্থানীয়রা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও দেহ তুলতে বাধা দেন পুলিশকে। ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের মিরছোবা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে একটি মোটরভ্যানে ৪ জন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। বর্ধমানের মিরছোবা এলাকায় দুর্গাপুর অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরভ্যানটির পিছন ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। অন্য ২ জনকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার পুলিশকে ফোন করা সত্ত্বেও প্রায় দেড় ঘন্টা পর পুলিশ আসে। প্রতিবাদে তাঁরা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও দেহ তুলতে বাধা দেন। অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ১৯ নং জাতীয় সড়কে। পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।