রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়া পানাগড়ের চাল ব্যবসায়ীর খোঁজ মিলল উত্তর প্রদেশের কাশী হল্ট স্টেশনে। খোঁজ মেলার পর কাঁকসা থানার পুলিশ ও পরিবারের লোকজন ব্যবসায়ী শ্রবণ কুমার গুপ্তাকে আনতে কাশীর উদ্দেশে রওনা দেয় বলে জানা গেছে।
শ্রবণ কুমার গুপ্তার বাবা উপেন্দ্র লালা গুপ্তা জানান, বুধবার সকালে মহাজনকে টাকা দিতে সাড়ে এগারো লাখ টাকা সঙ্গে নিয়ে শ্রবণ কুমার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে করে বর্ধমানে নামে শ্রবণ কুমার। তারপর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় শ্রবণ কুমার। শেষ বার তাঁকে বর্ধমানে বাস থেকে নামতে দেখেন পানাগড়ের এক ব্যবসায়ী, এমনই দাবি পরিবারের। তারপর তিনি আর বাড়ি ফেরেন নি। বুধবার এই ঘটনায় পানাগড়ের ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কাঁকসা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় শ্রবণ কুমারের পরিবারের পক্ষ থেকে। এরপর পুলিশ তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু করে। মোবাইলের টাওয়ার লোকেশন থেকে প্রথমে ঝাড়খন্ড ও পরে তাঁর খোঁজ মেলে কাশী হল্ট স্টেশনে।