জিতেন্দ্র তেওয়ারিকে বর্ধমান হাসপাতালে আনা হল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ বর্ধমান হাসপাতালে আনা হয় তাঁকে। বৃহস্পতিবার বিকেল ৪ টে ৪৫ মিনিট নাগাদ আসানসোল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে জিতেন্দ্র তেওয়ারিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বর্ধমান হাসপাতালের উদ্দেশ্যে বের হয় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। স্বাস্থ্যের অবনতির কারণেই জিতেন্দ্র তেওয়ারিকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, কম্বল কাণ্ডে অভিযুক্ত জিতেন্দ্র তেওয়ারিকে মঙ্গলবার আসানসোল আদালত ১৪ দিনের জেল হেফাজত দেয়। এর পর মঙ্গলবার তাঁকে আসানসোলের বিশেষ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু ২৪ ঘন্টা পার হতে না হতেই বুকে ব্যাথা শুরু হয় তাঁর।বুধবার সন্ধ্যায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সুবিধার নয় দেখে বৃহস্পতিবার বিকেল নাগাদ তাঁকে নিয়ে বর্ধমান হাসপাতালের উদ্যেশ্যে রওনা দেয় পুলিশ।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ সেলে অক্সিজেন সার্পোটে রাখা হয় জিতেন্দ্র তেওয়ারিকে। ইসিজি সহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বর্ধমান হাসপাতালের সুপারস্পেশালিটি উইংস্ অনাময়ের কার্ডিও বিশেষজ্ঞ চিকিৎসকদের ডাকা হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা-নিরীক্ষা করার পরই জানা যাবে তাঁর শারীরিক অবস্থা।