সোমবার বর্ধমানের পান্থশালা গেস্ট হাউসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এক দলীয় বৈঠক করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে ব্লক স্তর থেকে সংগঠনকে চাঙ্গা করতেই এই বিশেষ বৈঠক বলে জানা গেছে। পূর্ব ও পশ্চিম বর্ধমানের ব্লক স্তরের কংগ্রেস নেতারা এদিনের বৈঠকে যোগ দেন এবং অধীর রঞ্জন চৌধুরীকে তাঁরা সরাসরি দলের অবস্থা সম্পর্কে জানান। রবিবারের পৌর নির্বাচন নিয়ে যদি নির্বাচন কমিশন কোন ব্যবস্থা না নেয়, তাহলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি আরও বলেন, রবিবারের পৌর নির্বাচনকে অবৈধ বলে মনে করছে কংগ্রেস। ভোটের নামে প্রহসন হয়েছে। দুবৃর্ত্ত দিয়ে ভোট করানো হয়েছে। মানুষ ভোট দিতে পারেন নি। তিনি নির্বাচন কমিশনকেও তোপ দাগেন।
Like Us On Facebook