রায়না শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত সৌমেন রায়। উদ্ধার হয়েছে তাঁর কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। এর আগে এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ২ জন। রায়নার সুকুরে বাবা-ছেলেকে মারধর ও গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬ টি ফাঁকা গুলির খোল উদ্ধার করে পুলিশ। সেহারাবাজার এলাকা থেকে সৌমেন রায়কে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ১৫ ফেব্রুয়ারি দুপুরে। বাড়ি ফেরার পথে রায়নার সুকুরে মারধর করা হয়েছিল মৃগাঙ্ক সিংকে। থানায় অভিযোগ করার পর বাড়ি ফিরে রাতে মাথায় যন্ত্রণা অনুভব করায় বাবা বাদল সিংকে নিয়ে সুকুর বাজারে ঔষুধ আনতে যান মৃঙ্গাঙ্ক সিং। অভিযোগ, তখনই বাবা ও ছেলেকে লক্ষ্য করে গুলি করে সৌমেন রায়, তরুণ রায় ও হেমন্ত মাঝির দলবল। অভিযোগ ওঠে সৌমেন রায় তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালান। বাবা ও ছেলের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের বর্ধমান হাসপাতালে ভর্তি করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগেই তরুণ রায় ও হেমন্ত মাঝিকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ। গুলি চালানোয় অভিযুক্ত সৌমেন রায়কে গ্রেফতার করে আজ বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াইয়ের জেরেই এই ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি।