নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের ধারের বাড়ির পাশে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার। দেওয়াল ও বালি চাপা পরে মৃত ১ আহত ১। পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার কামালপুরে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতের নাম সেখ সদরুল( ৪৩)। জখম আফিয়া বেগম ভর্তি বর্ধমান হাসপাতালে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, তার ওপর ওভার লোডেড বালি গাড়ির দৌরাত্ম্যের ফলেই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কামালপুর পূর্ব পাড়ায় নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিলেন সদরুল সেখ ও তাঁর স্ত্রী আফিয়া বেগম এবং পাশের ঘরে ঘুমাচ্ছিলেন ছোট ভাই তাজরুল সেখ। তিনিও প্রথমে দেওয়াল চাপা পড়ে আটকা পড়লেও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে। আনুমানিক রাত্রি ১ টা নাগাদ একটি বালি বোঝাই ডাম্পার হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাড়ির পাশে উল্টে গেলে দেওয়াল ভেঙে বালি ঘরের ভিতরে ঢুকে যায়। দেওয়াল ও বালি চাপা পরে গুরুতরভাবে জখম হন সেখ সদরুল ও তাঁর স্ত্রী আফিয়া বেগম। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সেখ সদরুলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জখম অবস্থায় চিকিৎসাধীন আফিয়া বেগম।