শুক্রবার বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের গোদার কাছে পূণ্যার্থী বোঝাই ছোট হাতির পিছনে যাত্রী বোঝাই একটি বাস ধাক্কা মেরে পালিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই ছোট হাতি গাড়িটি উল্টে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালে একজনের মৃত্যু হয়। মৃতের নাম নূর আলী খাঁ( ৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি ছোট হাতি করে বাঁকুড়ার জয়পুর থানার ব্রহ্মকুণ্ডা থেকে পূর্ব বর্ধমানের ভাতাড় থানার বড়বেলুনে ঊরস উপলক্ষ্যে পীরের মাজারে চাদর চাপাতে যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ছোট হাতি গাড়িটিতে ১৭ জন যাত্রী ছিলেন। বাকী আহত পূণ্যার্থীদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
Like Us On Facebook