আগামী ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি বর্ধমান শহরে আরও একটি নতুন উৎসবের সূচনা হচ্ছে। নীলপুর যুব উৎব-২০২৩ নামে এই উৎসবের মূল উদ্যোক্তা বর্ধমান পুরসভার ১৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাসবিহারী হালদার জানিয়েছেন, অনেক দিন ধরেই নীলপুর এলাকার মানুষ এই এলাকায় একটি উৎসব আয়োজনের জন্য চেষ্টা করছিলেন। এতদিনে তা সার্থক হতে চলেছে। আগামী ৮ জানুয়ারি এই নীলপুর যুব উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ পূর্ব বর্ধমানের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাসবিহারী হালদার জানিয়েছেন, যেহেতু যুব উৎসব তাই যুবদের জন্য এই ৫দিন ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুবদের জন্য নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি ছোটদের জন্যও থাকছে বিভিন্ন বয়সের নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়াও থাকছে সঙ্গীত ও নাচের অনুষ্ঠান। প্রতিদিন রাতে এই অনুষ্ঠানে বিভিন্ন দিনে হাজির থাকবেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও মিউজিক্যাল ট্রুপ, প্রসেনজিৎ চ্যাটার্জী ও মিউজিক্যাল ট্রুপ, নচিকেতা, হিন্দি ব্যান্ড এম সোনিক, রাজ বর্মণ, অভিনেত্রী সায়নী ঘোষ প্রমুখ। যেহেতু এই উৎসব যুবদের কথা মাথায় রেখেই, তাই এই উৎসবে থাকছে প্রায় ৩০টি স্টল। থাকছে বাহারে আহারে খাদ্য মেলাও। তিনি জানিয়েছেন, ৯ জানুয়ারি নীলপুর অঞ্চলের মোট ৮০টি ক্লাবকে দেওয়া হবে ফুটবল, ১১ জানুয়ারি দেওয়া হবে এলাকার বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ারও।
উল্লেখ্য, সম্প্রতি গোটা বর্ধমান শহর এবং শহর লাগোয়া কয়েকটি এলাকায় তৃণমূল নেতাদের উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন উৎসব ও মেলা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কয়েকবছর ধরেই চলছে কাঞ্চন উৎসব। বর্ধমান পুরসভার পুরপিতা পরেশ সরকারের উদ্যোগে কয়েকবছর ধরে চলছে মাঘ উৎসব। আর এক কাউন্সিলর প্রদীপ রহমানের উদ্যোগে শুরু হয়েছে বাঁকা উৎসবও। বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার নুরুল আলম ওরফে সাহেবের উদ্যোগেও চলছে কয়েকবছর ধরে বাজেপ্রতাপপুরে পৌষালী মেলা। এছাড়াও জেলা পরিষদ সদস্য নুরুল হাসানের উদ্যোগে উত্তর বর্ধমান উৎসব কিংবা বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিকের উদ্যোগে হাটগোবিন্দপুর উৎসবও চলছে রমরমিয়ে। তারই সঙ্গে এবার যুক্ত হল নীলপুর যুব উৎসব।