বুধবার সকালে বর্ধমান শহরের কাঞ্চননগরের শ্রীগুরু আশ্রম থেকে এক নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে ওই আশ্রমের একটি ঘর থেকে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম শর্মিলা পন্ডিত(১৪)। বাড়ি মেমারির বেগুট গ্রামে হলেও দিদিমার সাথে কাঞ্চননগরের শ্রীগুরু আশ্রমেই থাকতো শর্মিলা। সে রথতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। প্রাথমিকভাবে অনুমান, ওই ঘরের সিলিং ফ্যানেই ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয় ওই ছাত্রী। জানা গেছে, ওই ঘর থেকেই একটি ভাঙা মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাওয়ার পর সে ঘরে ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পান আশ্রমের আবাসিকরা। তারাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।