ছেলেধরা সন্দেহে তিন মহিলাকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে মহিলাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান শহরের বিধানপল্লী ঘোষপাড়া এলাকার ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে রক্ষাকালী পুজোর চাঁদার নাম করে তিন মহিলা বিধানপল্লীর ঘোষপাড়ায় আসে। অভিযোগ, একটি বাড়িতে কেউ না থাকার সুযোগে এক ৩ বছরের বাচ্চাকে নিয়ে পালানোর সময় তাদের হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। কি কারণে এবং কোথায় বাচ্চাটিকে নিয়ে যাওয়া হচ্ছিল মহিলাদের তরফে তার কোন সদুত্তর না মেলায় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাদের মারধর করে মাথার চুল কেটে দেয় বলে অভিযোগ। পরে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে। যদিও অভিযুক্ত মহিলাদের দাবি, তারা পুজোর জন্য ভিক্ষা সংগ্রহ করতেই এলাকায় এসেছিলেন। মিথ্যা অভিযোগে তাদের হেনস্থা করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। ওই মহিলাদের বিরুদ্ধে পূর্বে কোন অপরাধমূলক কাজ কর্মে জড়িত থাকার অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।