চারচাকা গাড়ি নিয়ে এল চোর, মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল। পেট্রোল, ডিজেলের দর আকাশছোঁয়া, সেই সময় গাড়ি নিয়ে মন্দিরে চুরি করতে আসায় কিছুটা হতবাক স্থানীয়রা। মজার ছলে কেউ কেউ আবার বলছেন চোরের তো গাড়ির তেলের খরচই মনে হয় উঠবে না। সকালে এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদের ইছলাবাদ অ্যাথেলেটিক ক্লাব লাগোয়া ভবতারিণী (কালি) মন্দিরের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে গতরাতে আনুমানিক ২ টো ৪০ মিনিট নাগাদ ক্লাবের সামনে একটি সাদা রঙের চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে এক ব্যক্তি নেমে প্রথমে মন্দিরের তালা ভাঙে তারপর মন্দিরের ভিতর থেকে প্রণামী বাক্স নিয়ে আবার গাড়িতে চেপেই চম্পট দেয় চোর।