সূত্র মারফৎ জানা গেছে, বুধবার ভোরে পদাতিক এক্সপ্রেসে বর্ধমান স্টেশনে নামেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে অঙ্কিতা অধিকারী এবং একজন নিরাপত্তারক্ষী। জানা গেছে, এদিন ভোর ৪ টে ৫২ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের ৫ নং প্ল্যাটফর্মে এসে থামে পদাতিক এক্সপ্রেস। ৪ টে ৫৬ মিনিট নাগাদ প্ল্যাটফর্মে দেখা যায় মন্ত্রীকে। ৫ টে ৪ মিনিট নাগাদ বর্ধমান স্টেশন থেকে একটি সাদা স্করপিও করে বেড়িয়ে যান মন্ত্রী।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় অঙ্কিতা অধিকারীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে বুধবার তাঁকে সিবিআই দেখা করার নির্দেশ দেয়। সিবিআইয়ের এই নির্দেশ পেয়েই মন্ত্রী পরেশ অধিকারী তাঁর মেয়েকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে, তাঁদের শিয়ালদহে নামার কথা ছিল। কিন্তু আচমকাই তিনি শিয়ালদহে না নেমে বুধবার ভোরে বর্ধমান স্টেশনে নেমে যান। তিনি এদিন সিবিআই দফতরে জাননি বলে জানা গেছে।