ফের হাতির হানা পূর্ব বর্ধমানের আউশগ্রামে। বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দলছুট হাতি বুধবার সকালেই আউশগ্রামের ভাল্কি অঞ্চলের ডোমবাঁধির জঙ্গলে ঢুকে পড়ে। ওই বুনো দাঁতাল হাতিটি গলসি হয়ে আউশগ্রাম ২ ব্লক এলাকায় ঢোকে। হাতিটি বেশ কিছু ফসল নষ্ট করেছে। হাতিটিকে লোকালয় থেকে দূরে রাখতে বনকর্মীরা পটকা ফাটিয়ে আউশগ্রমের জঙ্গলে তাড়িয়ে দিয়েছেন। ফের হাতির আগমণে এলাকাবাসী আতঙ্কিত। উল্লেখ্য, নভেম্বর মাসে প্রায় ৫০টি হাতির একটি দল আউসগ্রামের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায়। প্রচুর ফসল নষ্ট হয় হাতিদের তাণ্ডবে। ২ মাস কাটতে না কাটতেই ফের এলাকায় হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত এলাকার মানুষজন।
Like Us On Facebook