রবিবার বর্ধমান শহরের তেলিপুকুর মোড়ে অবৈধ বালির গাড়ি আটকিয়ে জরিমানা আদায়কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন সকালে তেলিপুকুর মোড়ে বর্ধমান ১নং ব্লকের রেভিনিউ অফিসার সন্দীপন সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে অভিযান চালায়। এই অভিযানে আটক করা হয় ৪টি ট্রাক্টর।
জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি) ঋদ্ধি ব্যানার্জী জানিয়েছেন, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে তাঁদের অভিযান চলছে। এদিন ৪টি ট্র্যাক্টরকে আটক করা হয়। তাদের কাছে কোন বৈধ চালান না থাকায় ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি জানিয়েছেন, এদিন এই অভিযানে তাঁদের অফিসারদের সঙ্গে পুলিশও ছিল। কিন্তু তা সত্ত্বেও এই অভিযানকে নিয়ে কেউ কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করে। যদিও পুলিশ থাকায় সমস্যা মেটে। তিনি জানিয়েছেন, গোটা জেলা জুড়েই বিভিন্ন সময়ে তাঁদের অভিযান চলছে। বালির ক্ষেত্রে বৈধ কাগজ না থাকলে তাঁদের বিরুদ্ধে জরিমানাও করা হচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে তাদের পরিবহণ দফতরের হাতে তুলে দেওয়া হয়।