বর্ধমান শহরজুড়ে বেড়ে চলা চুরি আতঙ্কের মধ্যেই সাময়িক স্বস্তি। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই চুরির কিনারা করল বর্ধমান থানার পুলিশ। উদ্ধার ৫০ গ্রাম সোনার গহনা ও ১৬০৬০ টাকা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতারও করে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সংগ্রাম সাঁতরা।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরের রথতলা এলাকায় নারায়ণ চন্দ্র হাজরার বাড়িতে ভাড়া থাকতেন সংগ্রাম। বাড়ির মালিক বাড়িতে না থাকার সুযোগে বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় সংগ্রাম। দু’দিন পর বাড়ি ফিরে চুরির কথা জানতে পারেন নারায়ণ চন্দ্র হাজরা। এরপর বুধবার তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ তাঁরই ভাড়াটিয়া সংগ্রাম সাঁতরাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় সংগ্রাম চুরির কথা স্বীকার করে ও তাঁর দেখানো জায়গা থেকেই পুলিশ চুরি যাওয়া গহনা ও নগদ টাকা উদ্ধার করে।