বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ৪। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়ক ২ বি-এর ওড়গ্রাম ডিভিসি ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম সেখ সোহেল। বাড়ি আউসগ্রামের ভেদিয়া জয়কৃষ্ণপুর গ্রামে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বোলেরো গাড়ি করে চালক সহ ৫ জন ব্যক্তি বোলপুর থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে বর্ধমান থেকে বোলপুরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৫ জন ব্যক্তি গুরুতর জখম হয়।স্থানীয়দের সহযোগিতায় তৎপরতার সঙ্গে ভাতাড় থানার পুলিশ ও গুসকরা থানার পুলিশ আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সেখ সোহেলকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ২ বি জাতীয় সড়ক।