কার্তিকের শেষে দুই বর্ধমান জুড়ে অকাল বর্ষণে ক্ষতির মুখে ধান চাষ। শনিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রবিবার দিনভর বৃষ্টির পর সোমবারও বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় বিভিন্ন জায়গায় মাঠে কেটে রাখা ধান জল-কাদায় ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন চাষীরা।
এই সময় ধান পেকে যাওয়ায় অনেক চাষী ধান কেটে জমিতে রেখেছেন, আবার অনেকে ধান কাটতে শুরু করেছেন। শুধু বাড়ি পৌঁছানোর অপেক্ষায় ছিল কিন্তু অকাল বৃষ্টিতে চাষীদের মাথায় হাত পড়েছে। তাঁদের ধান কতটা বাড়ি পৌঁছাবে তা নিয়ে উদ্বিগ্ন চাষীরা। শনিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার সকাল থেকে ধানের জমিতে জল জমেছে। ধান তোলার সময় হঠাৎ এই বৃষ্টিতে চাষীরা ধান কেটে ঘরে তুলতে পারবেন কিনা তাই নিয়ে চিন্তিত। পাশাপাশি এই অকাল বর্ষণে আলু ও পিঁয়াজ চাষ বিলম্বিত হবে বলে মনে করছেন চাষীরা।
Like Us On Facebook