ছট পুজোর প্রাক্কালে দুর্ঘটনা এবং যানজট এড়াতে পানাগড়ের স্টেশন রোডে যান চলাচল বন্ধ করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। প্রতি বছর ছট পুজো উপলক্ষ্যে পানাগড় বাজারের স্টেশন রোড ধরে বহু মানুষ পানাগড় রেলস্টেশন সংলগ্ন জলাশয় পৌঁছান। দুর্ঘটনা এড়াতে তাই মঙ্গলবার সকাল থেকে পানাগড় স্টেশন রোডে যান চলাচল বন্ধ করা হল।
মঙ্গলবার সকাল থেকেই পানাগড় বাজারের স্টেশন রোডে সমস্ত বড় গাড়ি ঢোকা বন্ধ রাখা হয়েছে। কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দু’দিন ওই রাস্তায় পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ রাখা হবে। পানাগড় স্টেশন রোড ধরেই কাঁকসার সিলামপুর, ভরতপুর, আনন্দপুর সহ বহু গ্রামের মানুষদের যাতায়াত। স্টেশন রোডে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই সমস্ত মানুষদের সমস্যা হলেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাঁদের ঘুরপথে যাতায়াত করানো হচ্ছে।
Like Us On Facebook