পানাগড় শিল্পতালুকের গ্লোবাস স্প্রিট নামের মদ প্রস্তুতকারী কারখানায় দুই দল শ্রমিকের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কারখানা চত্বর। শুক্রবার সকাল থেকেই কারখানার গেটের সামনে গেট বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কারখানার দুই শ্রমিককে মারধরের মিথ্যা অভিযোগে কারখানা সংলগ্ন কোটা গ্রামের শ্রমিকদের ফাঁসানো হয়েছে। অবিলম্বে মারধরের ঘটনার মিথ্যা অভিযোগ তোলা দুই শ্রমিককে কাজ থেকে বার করে দেওয়ার দাবি নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।
অপরদিকে, যে দুই শ্রমিক তাঁডেরকে মারধরের অভিযোগ তুলেছেন তাঁরা জানিয়েছেন, তাঁদেরকে মারধর করা হয়েছে এবং এই বিষয়ে তাঁরা বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। চক্রান্ত করে তাঁদেরকে কারখানার কাজ থেকে বের করার একটা চেষ্টা চলছে বলে পাল্টা অভিযোগ এনেছেন ওই দুই শমিক। শুক্রবার সকাল থেকেই এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কারখানা গেটের সামনে। গ্রামের বাসিন্দারা কারখানার শ্রমিকদের কাজে ঢুকতে বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী।