ঝাড়খন্ড সহ দক্ষিণবঙ্গে দু’দিনের টানা বৃষ্টিতে দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। সেচ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১ লক্ষ ৬৯ হাজার ২০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। যদি বৃষ্টির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে দফায় দফায় জল ছাড়ার পরিমাণও বাড়বে বলে জানাচ্ছেন সেচ দফতরের আধিকারিকেরা। এর ফলে নিম্ন দামোদরের পার্শ্ববর্তী এলাকা সহ বর্ধমান, খানাকুল, হাওড়া ও হুগলি একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আধিকারিকরা।
Like Us On Facebook