দীর্ঘদিন ধরে বেহাল কাঁকসার ক্যানেলপাড় থেকে পানাগড় বাজারের অফিসপাড়া যাওয়ার লোহার ব্রিজ। গত প্রায় ২০ বছর আগে ডিভিসি সেচখালের উপর এই ব্রিজ তৈরি করে পিএইচই দফতর। সেচখালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পানীয় জলের পাইপ লাইন পারাপারের জন্য এই ব্রিজ তৈরি করা হয়। সেই ব্রিজের উপর দিয়েই গত ২০ বছর ধরে সাইকেল মোটর সাইকেল নিয়ে মানুষ যাতায়াত করেন। প্রায় বছর ১০ আগে এই ব্রিজ মেরামত করা হলেও বর্তমানে এই ব্রিজের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পঞ্চায়েত থেকে প্রশাসনের আধিকারিকরা সকলেই এই বিষয়ে জানেন, কিন্তু ব্রিজের মেরামতের বিষয়ে কারও কোন হেলদোল নেই। ব্রিজের উপর অধিকাংশ লোহার প্লেট জং ধরে গেছে। ওই ব্রিজ পারাপারের সময় যে কোন দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাঁকসার মানুষজন কম সময়ে পানাগড় বাজারে পৌঁছতে এই ব্রিজ ব্যবহার করে থাকেন। ব্রিজের অবস্থা বেহাল হলেও বাধ্য হয়েই বহু মানুষকে বেহাল ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন হয় ব্রিজটি মেরামত করা হোক। নাহলে ব্রিজটি বন্ধ করে দেওয়া হোক। ব্রিজের বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা পিএইচই দফতরের সঙ্গে কথা বলবেন। যাতে দ্রুত ব্রিজের মেরামত করা যায়। যদি ব্রিজ মেরামতে দেরি হয় তবে আপাতত প্রশাসনকে বলে ব্রিজের উপর দিয়ে যাতায়াত বন্ধ করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।