করোনাকালে দর্শকদের আন্দামানের স্বাদ দিতে আন্দামানের খণ্ডচিত্রকেই এবার মণ্ডপে ফুটিয়ে তুলছে বর্ধমানের ২নং শাঁখারী পুকুরের বিবেকানন্দ সংঘ। এবার তাঁদের থিম ‘এক টুকরো আন্দামান’। সংঘের সম্পাদক তমালকান্তি মণ্ডল জানিয়েছেন, ২০২০ সালেই তাঁরা চেয়েছিলেন এই থিমে পুজো করতে। কিন্তু করোনার জন্য গতবছর তাঁরা পুজোই করতে পারেননি সেভাবে। কোনোরকমে নিয়মরক্ষা করে তাঁরা ক্লাবের মধ্যেই পুজা সেরেছিলেন। এবারে সেই থিমকেই তাঁরা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।
১৭তম বর্ষে তাঁদের মূর্তি তৈরী করছেন কালনা মহকুমার পাটুলির বাসিন্দা শিল্পী স্বপন পাল। গোটা মণ্ডপসজ্জার দায়িত্ব নিয়েছেন কালনার বজরং ডেকরেটর। প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটের এই মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে একেবারে প্রাকৃতিক উপাদান। নারকেল, কয়েতবেল সহ একাধিক ফলের খোসা দিয়ে যেমন মণ্ডপসজ্জা করা হচ্ছে। তেমনই থাকছে হোগলা পাতা, বাঁশপাতার কারুকার্যও। থাকছে বিভিন্ন গাছের ছালও। প্রায় ৩ মাসেরও বেশি সময় ধরে মেদিনীপুরের শিল্পীরা মণ্ডপ সজ্জার কাজ করে চলেছেন। তমালবাবু জানিয়েছেন, করোনার জন্য চরম আঘাত এসে পড়েছে তাঁদের এই পূজোর বাজেটেও। স্পনসররাও অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবুও তাঁরা চেষ্টা করছেন।
তিনি জানিয়েছেন আরও, আন্দামানের সমুদ্রদ্বীপে থাকা জারোয়াদের জীবনযাত্রার নানান দৃশ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। থাকছে ফাইবারের ২২টি মডেল। যেখানে জারোয়াদের শিকার করা, তাঁদের সন্তান-সন্ততি পালন সবটাই তুলে ধরা হচ্ছে। মণ্ডপের মুখেই থাকছে সামুদ্রিক পরিবেশ। সেই কৃত্রিম সমুদ্র পেরিয়েই ঢুকতে হবে মূল মণ্ডপে। থাকছে মূল মণ্ডপে ঢোকার মুখেই বিশালাকার একটি মোষের মুখ। উল্লেখ্য, ২০১৯ সালে বিবেকানন্দ সংঘের থিম ছিল চতুরাশ্রম। এবছর চতুর্থীর দিন পুজোর উদ্বোধনের চেষ্টা চলছে টলিউডের কোনো অভিনেতা-অভিনেত্রীকে দিয়ে উদ্বাধনের। থাকছেন জেলাশাসক, জেলা পুলিশ সুপারের পাশাপাশি বর্ধমান দক্ষিণের বিধায়কও।