অন্ডালের পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরও ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল। ২ সেপ্টেম্বর জাতীয় সড়ক সংলগ্ন দূবচুরিয়া মোড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে একটি পেট্রোল পাম্পে। পাম্প কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে ৯ সেপ্টেম্বর কলকাতার উল্টোডাঙা থেকে মোহাম্মদ শাহনাজ ও আরশাদ আলী নামে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয় ডাকাতির দিন ব্যবহার করা চারচাকা একটি গাড়ি। ধৃত দুই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্রে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা থেকে ৫ দুষ্কৃতীকে ধরে পুলিশ। পুলিশের দাবি তারা সকলেই পেট্রোল পাম্পের ডাকাতির ঘটনায় যুক্ত ছিল। পেট্রোল পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ থেকেই এই পাঁচ জনকে চিহ্নিত করা গেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত পাঁচজন অন্য একটি ঘটনায় উত্তর ২৪ পরগনায় পুলিশের হাতে ধরা পড়ে কয়েক দিন আগে। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ সেখানে পৌঁছয়। পাঁচজনকে মঙ্গলবার রিমান্ডে নিয়ে আসে হয়। এদের জিজ্ঞাসাবাদ করে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনার রহস্য ভেদ হবে বলে পুলিশের দাবি।