বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ল। বাড়িটি অত্যন্ত পুরানো হওয়ায় ওই বাড়িতে কেউ থাকতেন না, ফলে হতাহতের কোন খবর নেই। ঘটনার জেরে আর সি দাস রোডে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আজ সকাল ৬ টা নাগাদ খোসবাগান সংলগ্ন আর সি দাস রোডে অবস্থিত সুজিত কুমার দাসের বাড়িটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটির পাশে ওষুধের দোকান সহ একাধিক চিকিৎসকের চেম্বার রয়েছে। সকালে চিকৎসকদের চেম্বারের সামনে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।’ জানা গেছে, ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ রাস্তায় চলে আসে। ধ্বংসাবশেষ সরানোর জন্য আর সি দাস রোডে কয়েক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। পরে স্বাভাবিক হয় যান চলাচল।
Like Us On Facebook