প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করে পানাগড় শিল্পতালুকে তৈরি হচ্ছে একটি বেসরকারি কারখানা। সেই কারখানার শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সকাল থেকেই পানাগড় শিল্পতালুকের সভামঞ্চের পাশে অস্থায়ী হেলিপ্যাডে সব রকম প্রস্তুতি নেওয়া ছিল। তবে এদিন দুর্গাপুর থেকে সড়কপথে পানাগড় শিল্পতালুকে সভায় পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি কারখানার শিলান্যাস সহ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নিয়ে ‘পুলিশ ডে’ পালন করেন তিনি। করোনা কালে পুলিশ কর্মীদের দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা এবং তাদের আন্তরিকতার ভূয়শী প্রসংশা করেন মুখ্যমন্ত্রী। এদিন শিল্পপতিদের নিয়ে সভামঞ্চে একটি বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী সহ আধিকারিকরা। সভায় হাজির ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিধায়করাও।
এদিন পানাগড় থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অন্ডালের বিমানবন্দরটিকে আগামী দিনে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করা হবে এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা মিলবে সেখান থেকে। রাজ্যজুড়ে ঘোষিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে বলে জানান তিনি। ভাঙা চাল বা খুদ থেকে ইথানল তৈরি করা হবে। একদিকে ইন্ডাস্ট্রি চলবে অন্যদিকে ভাঙা চাল চাষিকে আর কম দামে বিক্রি করতে হবে না। ব্যবসায়ীদের পোল্ট্রি ফার্মের এর উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। কারণ পোল্ট্রি ফার্ম তৈরি করলে সেখানে সরকারি সাবসিটি রয়েছে। এছাড়াও করোনা সচেতনতায় সকলকে সচেতন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।