পানাগড় সেনা ছাউনিতে চাকরি দেওয়ার নাম করে এক যুবককে প্রতারণার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার দীনেশ সাহানি নামের উত্তর প্রদেশের বালিয়ার এক যুবককে পানাগড়ে সেনাবাহিনীতে গার্ডের চাকরির পাইয়ে দেওয়ার কথা বলেন দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা পীযূষ কান্তি ঘোড়াই।

পানাগড় সেনা ছাউনিতে গার্ডের চাকরি দেওয়ার ব্যবস্থা করে রীতিমতো সেনাবাহিনীর আই কার্ড তৈরি করে দেওয়া হয় দীনেশকে। মঙ্গলবার দীনেশ সাহানিকে পীযূষ কান্তি ঘোড়াই অশোক বার নামের এক ব্যক্তির সাথে পানাগড় সেনা ছাউনির সামনে পাঠায়। পানাগড় সেনা ছাউনির গেটের সামনে আর্মি লেখা গাড়ি ঘোরাঘুরি করতে দেখে সেনা জওয়ানদের সন্দেহ হয়। তাঁরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, দীনেশ সাহানিকে পানাগড় সেনা ছাউনিতে চাকরি দেওয়ার নাম করে প্রলোভন দেখানো হয়েছে। সেনা ছাউনির সেনা আধিকারিকরা অশোক বার নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, বুদবুদের এক বাসিন্দা ও পীযূষ কান্তি ঘোড়াই নামে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা এই চক্রের সঙ্গে যুক্ত।

এরপর সেনা আধিকারিকরা আর্মি লেখা একটি গাড়ি সহ বাবলু দত্ত নামের ওই গাড়ি চালক ও অশোক বার নামের এক ব্যক্তিকে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেন। বুদবুদ থানায় দীনেশ সাহানি প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বুদবুদ থানার পুলিশ অশোক বার ও গাড়ির চালক বাবলু দত্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।

Like Us On Facebook