তারাপীঠ যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ১। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মারুতি স্যুইফট গাড়িতে করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন কলকাতার হাতিবাগান এলাকার বাসিন্দা ধৃদীপ্ত শীল( ২৪) ও তাঁর বন্ধু শিলিগুড়ির আশ্রমপাড়ার বাসিন্দা বিভাস দাস। ২ নং জাতীয় সড়কের আঝাপুরের কাছে আসতেই তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সামনে থাকা একটি ডাম্পারে। দুমড়ে মুচড়ে যায় তাঁদের গাড়ির সামনের অংশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দু’জনকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায় জামালপুর থানার পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ধৃদীপ্ত শীলকে মৃত বলে ঘোষণা করেন। বিভাস দাস হাসপাতালে চিকিৎসাধীন।

Like Us On Facebook