ফোরাম ফর দুর্গোৎসব ও বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন পুজো কমিটির সদস্য, ঢাকি, পুরোহিত, ডেকরেটর, লাইট ও মাইক ম্যানদের ভ্যাকসিন দেওয়া হল। এদিন বর্ধমানের কল্পতরু মাঠ চিলড্রেন্স ক্লাবে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৪০০ জনকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। পুজোর আগেই দ্বিতীয় ডোজও দিয়ে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।

বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সম্পাদক রাজেশ কুমার সাউ জানান, পুজোর সময় মন্ডপে মন্ডপে হাজার হাজার দর্শনার্থী ঠাকুর দেখতে বের হন, তাই পুজোর আগে যতদূর সম্ভব পুজোর সঙ্গে যারা সরাসরি যুক্ত তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করতে। এর মধ্য দিয়ে পুজোর সময় করোনার বিরুদ্ধে লড়াই আরও সহজ হবে। সকলে সামিল হতে পারবেন পুজোর আনন্দে। এদিন যাঁরা ভ্যাকসিন নিলেন তাঁরাও জানিয়েছেন, তাঁদের কথা এই উদ্যোক্তারা ভেবেছেন – এটা তাঁদের কাছে অত্যন্ত আনন্দের। একইসঙ্গে এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনার বিরুদ্ধে লড়াই করার মানসিক জোরও তাঁরা ফিরে পেলেন এবং নির্ভয়ে পুজোর কাজ করতে পারবেন বলে জানান ভ্যাকসিন গ্রহীতারা।

Like Us On Facebook