বর্ধমান শহরে বিজেপি নেতাকে মারধর ও তোলা চাওয়ার অভিযোগ উঠল। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি নেতার নাম কল্লোল নন্দন। তিনি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার। বিজেপি নেতার অভিযোগ, আজ দুপুরে তিনি বর্ধমান শহরে গুডশেড রোডে স্কুটির চাকায় হাওয়া দিতে যাচ্ছিলেন, সেইসময় তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ঘিরে ধরে এবং বাঁশ দিয়ে মারধর করে। এমনকি তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার কথা আমাদের জানা নেই। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। তোলা নেওয়ার অভিযোগ যিনি করেছেন, এটা তাঁর ব্যাক্তিগত ব্যাপার। পুলিশ তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস।
Like Us On Facebook